- সারাদেশ
- গুরুদাসপুরে ট্রাক উল্টে খাদে, নিহত ৬
গুরুদাসপুরে ট্রাক উল্টে খাদে, নিহত ৬

দুর্ঘটনাকবলিত ট্রাক
নাটোরের গুরুদাসপুরের কাছিকাটা টোল প্লাজার পাশে একটি মিনি ট্রাক উল্টে খাদে পড়ে দুই নারীসহ ছয়জন নিহত হয়েছেন।
রোববার দুপুরে যশোর থেকে নাটোরের বনপাড়া হয়ে ঢাকা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মিনি ট্রাকটির চালক যশোর থেকে ঢাকায় খালি যাওয়ার সময় বনপাড়া থেকে যাত্রী উঠিয়ে নেন। ট্রাকটি উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।
হতাহতরা সবাই ওই ট্রাকের যাত্রী ছিলেন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
বনপাড়া ফায়ার স্টেশন কর্মকর্তা জানান, ওই মিনি ট্রাকটিতে ১২ থেকে ১৩ জন যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে দুইজন নারী।
নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় পেয়েছে উপজেলা প্রশাসন। তারা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার মতিয়ার রহমানের ছেলে আল মামুন (৩২), মেহেরপুর জেলার গাংনী উপজেলার জাহান নবীর ছেলে জসিমউদ্দিন (৩০) এবং কুষ্টিয়ার শহীদুল ইসলাম( ২৫)।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন বিষয়টি নিশ্চিত করলেও হতাহতদের নাম ঠিকানা জানাতে পারেননি। তবে একজনের বাড়ি গুরুদাসপুর এলাকায় বলে জানান তিনি। আহতদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার রিটন কুমার সাহা ঘটনাস্থলে ছুটে যান। তারা ঘটনাস্থলে যাওয়ার পর হতাহতদের চিকিৎসার খবর নেন। জেলা প্রশাসক শামীম আহমেদ প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আহতদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
তিনি নিহতদের মধ্যে নাটোর জেলার কেউ থাকলে তার দাফনসহ যাবতীয় কার্যক্রমের জন্য অর্থ বরাদ্দের ঘোষণা দেন।
নাটোর জেলার নিহত ব্যক্তির জন্য গুরুদাসপুর উপজেলা প্রশাসন থেকে ২৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষনা দেওয়া হয়েছে। এছাড়া অন্য কোন জেলার নিহতদের জন্য লাশ বহন ও দাফনের সকল খরচ বহনেরও ঘোষনা দিয়েছেন শামীম আহমেদ।
মন্তব্য করুন