- সারাদেশ
- নিখোঁজের ১৮ ঘণ্টা পর তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
নিখোঁজের ১৮ ঘণ্টা পর তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

মো. রাশেদ
নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ১৮ ঘন্টা পর মো. রাশেদ (১৭) নামের এক তরুণের মাথায় গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের হরিবল্লপুর গ্রামের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো.রাশেদ উপজেলার ৪নং আলাইয়াপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আলাইয়াপুর গ্রামের শেয়ার বাড়ি তাজুল ইসলামের ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ সোলেমান ডাক্তার নামের এক পল্লী চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
নিহতের মা পূর্ণিমা বেগম ও চাচাতো ভাই আনোয়ার জানান, রাশেদ ঢাকাতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। লকডাউনের কারণে কিছু দিন আগে তিনি বাড়িতে আসেন। সম্প্রতি বাড়িতে চলাচলের একটি রাস্তা নির্মাণ নিয়ে একই বাড়ির বেচু মিয়ার ছেলে রুবেলের (৩০) সঙ্গে নিহত রাশেদের ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। ৫-৬দিন আগে রাতে নিহত রাশেদের সাথে রুবেলের বাড়ির সামনে চোখে টর্চের লাইট মারাকে কেন্দ্র করে ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রুবেলের সহযোগীরা রাশেদকে তিন দফায় বেধড়ক মারধর করে। পরে এ ঘটনায় রাশেদের পরিবার বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তদন্তে আসে। এতে রুবেল আরও ক্ষিপ্ত হয়ে যায়। এর পর রুবেল তার সহযোগী শাকিল,সুজন,আকবর,মারুফ,মঞ্জুসহ কয়েকজনকে নিয়ে রাশেদের চাচা লোকমান হোসেনকে মারধর করে। সেই সঙ্গে থানায় অভিযোগ করার কারণে তাকে হুমকি দেয় এবং মামলা চালানোর খরচ দাবি করে।
রাশেদের মা জানান, শনিবার দুপুরে রাশেদ খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।সন্ধ্যা ঘনিয়ে রাত হলেও রাশেদ বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার মোবাইলে কল দিয়ে তা বন্ধ পান। এর পর সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও রাশেদের সন্ধান মেলেনি। রোববার সকাল ৯ টার দিকে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে অয়েদ আলী ভূঞার বাড়ির পশ্চিমে নির্জন বাগানে তার মরদেহ পড়ে থাকার খবর পান।
রাশেদের মায়ের দাবি, থানায় লিখিত অভিযোগ করায় একই বাড়ির বখাটে রুবেলের অস্ত্রধারী সাঙ্গপাঙ্গরাই রাশেদকে ধরে নিয়ে মাথায় গুলি করে হত্যা করেছে। স্থানীয় এক জনপ্রতিনিধি হত্যাকারীদের প্রশ্রয় দিচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার জানান, খবর পেয়ে পুলিশ সকাল ১০ টার দিকে ঘটনাস্থল থেকে লাাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত তরুণের মাথার বামদিকে গুলির চিহ্ন রয়েছে । এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি ।
মন্তব্য করুন