- সারাদেশ
- কুয়াকাটা সৈকতে ফের ভেসে এল মৃত ডলফিন
কুয়াকাটা সৈকতে ফের ভেসে এল মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে ফের মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে সৈকতের জিরো পয়েন্টে ডলফিনটি ভেসে আসে। পরে প্রাণীটিকে জেলেরা বালুচাপা দিয়ে রাখেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়,ডলফিনটি প্রায় ৭ ফুট লম্বা, ৪ ফুট প্রস্থ ছিল। ওজন ছিল আনুমানিক ১০০ কেজি। প্রাণীটির ঠোঁট রক্তাক্ত এবং মুখে জাল পেঁচানো ছিল। স্থানীয়দের ধারণা, জেলেদের জালে আটকা পড়ে ডলফিনটির মৃত্যু হয়েছে।
কুয়াকাটার জেলে আল-আমিন বলেন, সৈকতে জোয়ারের পানিতে ভেসে আসা মৃত ডলফিনটির ঠোঁট রক্তাক্ত ছিল। কোনো মাছধরা জেলেদের জালে প্রাণীটি আটকা পড়েছিল। তার ধারণা, ডলফিন শিকার এবং বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ হওয়ায় জেলেরা পরে প্রাণীটিকে সাগরে ভাসিয়ে দিয়েছেন।
কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, শুশুক প্রজাতির ডলফিনটি জেলেদের জালে আটকা পড়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছি। এ ধরনের ডলফিন সাধারণত সমুদ্রের ছোট মাছ খেয়ে বেঁচে থাকে।
এর আগেও চলতি বছর সমুদ্র সৈকতে নানা প্রজাতির অন্তত ৫টি মৃত ডলফিন পাওয়া গেছে।
মন্তব্য করুন