- সারাদেশ
- ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেলে হাইফ্লো ন্যাজাল ক্যানোলা দিল আকিজ বেকার্স
ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেলে হাইফ্লো ন্যাজাল ক্যানোলা দিল আকিজ বেকার্স

বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলায় ফরিদপুরের মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে আকিজ বেকার্স লিমিটেডের বেকম্যান’স করোনা ওয়ারিয়র্স।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করোনা রোগীদের চিকিৎসার সুবিধার্থে সম্পূর্ন সেটাপসহ ৩ টি নতুন হাইফ্লো ন্যাজাল ক্যানোলা দিয়েছে আকিজ বেকার্স লিমিটেড। একই সাথে এই হাসপাতালের নষ্ট হয়ে অকেজো থাকা ১০ টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেরামত করে দিচ্ছে আকিজ বেকার্সের টেকনিক্যাল টিম।
রোববার দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমানের হাতে নতুন হাইফ্লো ন্যাজাল ক্যানুলা তুলে দেন আকিজ বেকার্সের ম্যানেজার মো. নাসিম উদ্দিন ও সিনিয়র এক্সিকিউটিভ রাসেদুজ্জামান।
এদিন হাসপাতালের নষ্ট হয়ে থাকা ১০ টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলাও মেরামত করে দেওয়া হয়। এসময় হাসপাতালের আইসিইউ ওয়ার্ডের ইনচার্জ ডা. অনন্ত বিশ্বাস উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন