- সারাদেশ
- বরিশালে করোনা ও উপসর্গে আরও ২০ মৃত্যু
বরিশালে করোনা ও উপসর্গে আরও ২০ মৃত্যু

বরিশালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গে একদিনে আরও ২০ জন মারা গেছেন। তারমধ্যে করোনায় আক্রান্ত মারা গেছেন ১১ জন এবং উপসর্গে ৯ জন। একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮৯ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ১৭।
রোববার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টার হিসাবে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বরিশাল ও পটুয়াখালীতে তিনজন করে এবং ভোলায় চারজন এবং পিরোজপুরে একজন মারা গেছেন। একই সময়ে বিভাগের ছয় জেলায় মোট এক হাজার ৬৪২ জনের নমুনা পরীক্ষায় ৪৮৯ জন পজিটিভ শনাক্ত হন।
বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা সংক্রান্ত তথ্য প্রদানকারী কর্মকর্তা জাকারিয়া খান স্বপন জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন নয়জন মারা গেছেন। আরটি পিসিআর ল্যাবে ২১৫ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জন পজিটিভ শনাক্ত হন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ৩০ ভাগ।
গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বাধিক ১৭৭ জন পজিটিভ শনাক্ত হন বরিশাল জেলায়। নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩৭ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩২ দশমিক ৯৬ ভাগ। শনাক্তের হার বেশি বরগুনাতে ৪০ দশমিক ৪০ ভাগ। এ জেলায় ১৫১ জনের নমুনা পরীক্ষায় ৬১ জন পজিটিভ শনাক্ত হন।
ঝালকাঠীতে ১১৮ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন ১৭ জন। শনাক্তের হার ১৪ দশমিক ৪১ ভাগ। পটুয়াখালীতে ৩০৮ জনের নমুনা পরীক্ষায় ৭১ জন পজিটিভ শনাক্ত হন। জেলায় শনাক্তের হার ২৩ দশমিক ০৫ ভাগ।
ভোলা ও পিরোজপুরে শনাক্তের হার যথাক্রমে ২৯ দশমিক ০৯ এবং ২৮ দশমিক ৭৯ ভাগ। ভোলায় ৩৩০ জনের নমুনা পরীক্ষায় ৯৬ জন এবং পিরোজপুরে ১৯৮ জনের নমুনা পরীক্ষায় ৫৭ জন পজিটিভ শনাক্ত হয়েছেন।
শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, ৩০০ শয্যার করোনা ইউনিটে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৮০ জন রোগী চিকিৎসাধীণ আছেন। যারমধ্যে পজিটিভ শনাক্ত রোগী ৯২ জন।
মন্তব্য করুন