- সারাদেশ
- চট্টগ্রামে করোনায় আরও ১৫ জনের মৃত্যু
চট্টগ্রামে করোনায় আরও ১৫ জনের মৃত্যু

চট্টগ্রামে করোনাভাইরাসে একদিনে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯৩৩ জন। রোববার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ ২৪ ঘণ্টার ফলাফলে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৭টি নমুনা পরীক্ষা করে ৯৩৩ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাসের অস্তিত্ব। এদিন মারা গেছেন আরও ১৫জন। এদের মধ্যে ১০ জন মহানগরের ও ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৫১৯জন এবং ৪১৪জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। উপজেলাগুলোর মধ্যে সর্বোচ্চ ৮০ জন শনাক্ত হয়েছে রাঙ্গুনিয়ায়। এছাড়াও ৭১জন শনাক্ত হয়েছে হাটহাজারীতে, রাউজানে ৬৯ জন, বোয়ালখালীতে ৫৭জন এবং সাতকানিয়ায় সবচেয়ে বেশি ৩৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১০৫৯ জন এবং আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৫২১ জন।
মন্তব্য করুন