- সারাদেশ
- খুলনায় প্রথমবারের মতো করোনা আক্রান্ত ২ শিশুকে হাসপাতালে ভর্তি
খুলনায় প্রথমবারের মতো করোনা আক্রান্ত ২ শিশুকে হাসপাতালে ভর্তি

খুলনায় প্রথমবারের মতো করোনা আক্রান্ত দুই শিশুকে ২০০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে খুলনায় বেশ কয়েকজন শিশু করোনায় আক্রান্ত হলেও কাউকে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি।
করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, শনিবার বিকাল পৌনে পাঁচটায় খুলনার বটিয়াঘাটা উপজেলার কল্যাণশ্রী গ্রামের শাহজাহান খাঁর ছয় মাসের শিশু পুত্র আমীর হামজাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবারের কেউ করোনা আক্রান্ত নেই। এছাড়া একই দিন বিকালে ওই উপজেলার হোগলবুনিয়া গ্রামের কুমারেশ বালার নয় মাসের শিশু পুত্র সুমন বালাকে হাসপাতালে ভর্তি করা হয়। সুমনের মা সুজাতা বালাও (২৭) করোনা আক্রান্ত হয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি জানান, এর আগে করোনা আক্রান্ত শিশুদের বহির্বিভাগ থেকে পরামর্শ দেওয়া হয়। তারা বাড়িতে থেকে চিকিৎসা নিয়েছে। এই প্রথম খুলনায় হাসপাতালে করোনা আক্রান্ত শিশু রোগী ভর্তি হলো।
শিশু আমীর হামজার পরিবারের সদস্যরা জানায়, শিশুটি কিভাবে করোনায় আক্রান্ত হলো তা তারা বলতে পারছেন না।
খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, এর আগে করোনা আক্রান্ত কোনো শিশু হাসপাতালে ভর্তি হয়নি। তবে খুলনায় এ পর্যন্ত কত শিশু করোনা আক্রান্ত হয়েছে সেই পরিসংখ্যান তার দপ্তরে নেই।
মন্তব্য করুন