- সারাদেশ
- করোনায় প্রাণ গেল কুবি শিক্ষার্থীর
করোনায় প্রাণ গেল কুবি শিক্ষার্থীর

আবুল হাসান
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবুল হাসান নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। রোববার দুপুরে তিনি মারা যান।
আবুল হাসান বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা গ্রামে।
আবুল হাসানের সহপাঠীরা জানায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আবুল হাসানের মৃত্যুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন