- সারাদেশ
- চট্টগ্রামে পিচ্চি বাবু গ্যাংয়ের তিন সদস্য গ্রেপ্তার
চট্টগ্রামে পিচ্চি বাবু গ্যাংয়ের তিন সদস্য গ্রেপ্তার

পিচ্চি বাবু গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। ছবি: সমকাল
চট্টগ্রামে কিশোর গ্যাং পিচ্চি বাবু গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন-নোয়াখালী জেলার সুধারাম থানার চরমটুয়া গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে মো. আব্দুল হালীম সুজন ওরফে বাবু, ফটিকছড়ি থানার কাঞ্চননগর গ্রামের মো. ইদ্রিসের ছেলে মো. গিয়াস উদ্দিন ও বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকার আব্দুল খালেকের ছেলে মো. জুয়েল হোসেন। তাদের কাছ থেকে একটি নকল পিস্তল ও চাকু উদ্ধার করা হয়েছে।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অবস্থান করছে খবর পেয়ে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা পিচ্চি বাবু গ্যাংয়ের সক্রিয় সদস্য। নগরের বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে তারা। তাদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন