নারায়ণগ‌ঞ্জে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ক‌রোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। জেলাটিতে এ পর্যন্ত একদিনে যে মৃত্যু হয়েছে, তার মধ্যে এটিই সর্বোচ্চ।

নারায়ণগ‌ঞ্জের সি‌ভিল সার্জন কার্যালয় সূ‌ত্রে এ তথ্যু পাওয়া গে‌ছে।

নারায়ণগঞ্জ ক‌রোনা ডে‌ডি‌কে‌টেড ৩০০ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মারা যান তারা। মৃত‌দের ম‌ধ্যে একজন নারী, পাঁচজন পুরুষ। তা‌দের বয়স ৩০ থে‌কে ৭০ বছ‌রের ম‌ধ্যে।

এছাড়া এই ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত শনাক্ত হ‌য়ে‌ছেন ১৭৭ জন। ৯৬১ জ‌নের নমুনা সংগ্রহ ক‌রে এ পরিমাণ শনাক্ত হয়। এক্ষেত্রে শনাক্ত হার প্রায় ১৯ শতাংশ। জেলায় মোট মৃত্যু হয়েছে ২৭৮ জ‌ন। এরমধ্যে গত ছয়দিনে মারা গেছেন ১৭ জন।