- সারাদেশ
- শেখ হাসিনার দক্ষ নেতৃত্বেই তৃণমূলে পৌঁছে গেছে টিকা : এমপি সবুজ
শেখ হাসিনার দক্ষ নেতৃত্বেই তৃণমূলে পৌঁছে গেছে টিকা : এমপি সবুজ

গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ বলেছেন, বিশ্বের অনেক রাষ্ট্র প্রধানগণ তাদের দেশের নাগরিকদেরকে টিকা দিতে পারেনি। করেনা মহামারির এই দুঃসময়ে রাষ্ট্র নায়ক শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে তৃণমূল পর্যায়ে আজ টিকা পৌঁছে গেছে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশর সকল মানুষ টিকার আওতায় চলে আসবে বলেও জানান এ সাংসদ। শ্রীপুরের তেলিহাটী ইউনিয়নের আবদার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার সকালে তৃণমূল মানুষের মধ্যে গণটিকা কার্যক্রম উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মো. তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.প্রণয় ভূষণ দাস, তেলিহাটী ইউপি চেয়ারম্যান আবদুল বাতেন সরকার প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, শ্রীপুর পৌরসভা ও ৮ টি ইউনিয়নের ২৭ টি বুথের মাধ্যমে ৫হাজার ৪০০ জন নারী পুরুষকে টিকাদানের মধ্য দিয়ে গণটিকাদান কর্মসূচির শুরু হয়েছে।
মন্তব্য করুন