- সারাদেশ
- হাতকড়াসহ আসামির পলায়ন
হাতকড়াসহ আসামির পলায়ন

রংপুরের বদরগঞ্জে টয়লেটে যাওয়ার কথা বলে হাতকড়াসহ মাদক মামলার আসামি ওসমান গণি (৩৫) পালিয়ে গেছে। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ওসমান গণির বিরুদ্ধে মাদক সেবন করাসহ কেনাবেচার অভিযোগ রয়েছে। রোববার বিকেল পর্যন্ত ওসমানকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
হাসপাতাল ও থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ আটক হয় দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর বারোবিঘা গ্রামের শহীদুল ইসলামের ছেলে ওসমান গণি। রোববার সকালে অসুস্থতার কথা বললে হাতকড়া পরা অবস্থায় তাকে পুলিশ ভ্যানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সে অসুস্থ হওয়ার ভান করে মাটিতে লুটিয়ে পড়ে। পরে টয়লেটে যাওয়ার কথা বলে সুযোগ বুঝে সেখান থেকে কৌশলে পালিয়ে যায়।
দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক বলেন, ওসমান গণি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। হাতকড়াসহ পালিয়ে যাওয়ার বিষয়টি থানা থেকে আমাকে জানানো হয়। আমিও ইউনিয়নের বিভিন্ন জায়গায় তাকে খোঁজ করছি।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তারের পর থেকে ওসমান গণি অসুস্থতার ভান করে। হাসপাতালে যাওয়ার পর টয়লেটে যাওয়ার ভান করে সে কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে আমাদর অভিযান চলছে।
মন্তব্য করুন