করোনার এই দুঃসময়ে সাড়ে চার শতাধিক তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। রোববার দুপুরে নগরের কোর্ট বিল্ডিং প্রাঙ্গনে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এসব উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। এসময় তিনি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে প্রতিজনকে ১০ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি আটা, এক কেজি লবণ, এক কেজি চিনি এবং এক প্যাকেট বিস্কুট সম্বলিত উপহারের প্যাকেট তুলে দেওয়া হয়।

উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হবে। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে, ডিজিটাল ও উন্নত দেশ গঠনেও তাদের ভূমিকা থাকা আবশ্যক। তাই যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। জেলা প্রশাসকের কার্যালয়েও তাদের যোগ্যতা অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে চাকরি প্রদান করা হবে। ইতোমধ্যে সমাজসেবা কার্যালয় এবং এনজিওদেরকে সম্পৃক্ত করে চট্টগ্রামের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অধিকাংশকে কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই মেশিন চালনাসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। করোনা মহামারীর এই কঠিন সময়ে আমরা চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়াতে, মানুষকে খাদ্য সহায়তাসহ নগদ অর্থ সহায়তা প্রদান করতে। গত এপ্রিলেও তৃতীয় লিঙ্গের প্রায় ৩০০ জনকে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিয়েছি। আগামীতেও এ সহায়তা প্রদান করা হবে। যারা কষ্টে আছে তাদের দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত তৃতীয় লিঙ্গের প্রতিনিধি ফাল্গুনী প্রধানমন্ত্রীর উপহার পেয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।