চট্টগ্রামে করোনা চিকিৎসার সুবিধার্থে ৫০ শয্যার একটি আইসোলেশন সেন্টার চালু করেছে আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আত্মমানবতার সেবামূলক এই প্রতিষ্ঠান ৩০ বছর ধরে মানুষের জীবন মানউন্নয়নে কাজ করছে। মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার  ফাউন্ডেশন নির্বাহী পরিচালক ও  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের উদ্যোগে  তৈরি করা হয়েছে এই করোনা আইসোলেশন সেন্টার। রোববার প্রধান অতিথি হিসেবে এটির উদ্বোধন করেন  সীতাকুণ্ডের স্থানীয় সাংসদ দিদারুল আলম। 

দিদারুল আলম এমপি জানান-এই আইসোলেশন সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের এম্বুলেন্স, অক্সিজেন, ওষুধ ও খাওয়া দাওয়া প্রদান করা হবে। এখানে সার্বক্ষণিক সেবার জন্য  রয়েছে ৬  জন এমবিবিএস ডাক্তার, ৬ জন নার্স ও ওয়ার্ডবয়। ২ জন সুপার ভাইজারের তত্ত্বাবধানে পরিচালিত হবে এই সেন্টার। মনজুর আলম জানান, ভবিষ্যতে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে এই আইসোলেশন সেন্টারটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যাই  উন্নীত করা হবে।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানটির  সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ মনজুর আলম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক যথাক্রমে-মোহাম্মদ নিজামুল আলম, মোহাম্মদ সরওয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ শহিদুল আলম।  আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর প্রফেসর নিসার উদ্দিন আহমেদ মনজু , মোহাম্মদ জসিম এবং চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, নাজিম উদ্দিন,   চিকিৎসক ডা. মেজবাহ উদ্দিন তুহিন, মোস্তফা-হাকিম ডিগ্রী কলেজ -এর অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর প্রমুখ। ###সারোয়ার সুমন ০৮.০৮.২১