- সারাদেশ
- কাদের মির্জা অনুসারীদের বিরুদ্ধে যুবলীগ নেতাকে পেটানোর অভিযোগ
কাদের মির্জা অনুসারীদের বিরুদ্ধে যুবলীগ নেতাকে পেটানোর অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের স্থানীয় যুবলীগ নেতা শাহাজাহান সাজুর ওপর হামলার অভিযোগ উঠেছে বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার অনুসারীদের বিরুদ্ধে।
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একাংশের মুখপাত্র মাহবুব রশিদ মঞ্জু জানান, রোববার দুপুর ১টার দিকে যুবলীগ নেতা শাহজানান সাজু তার বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। এসময় তার প্রতিপক্ষরা অতর্কিতভাবে হামলা চালায়। এতে তার বাম হাত, বাম পা ও মাথায় আঘাত করে তারা পালিয়ে যায়।
সাজু কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী।
তিনি সমকালকে বলেন, ‘সাজুকে ৬টি গুলি করা হয়েছে। ১টি গুলি তার মাথায় আর ৫টি গুলি তার শরীরের বিভিন্ন অংশে করা হয়। কাদের মির্জার অনুসারী সন্ত্রাসী কেচ্ছা রাসেল, মাসুদ ও জিসানের নেতৃত্বে এ হামলা চালানো হয়।’
অভিযোগ অস্বীকার করে আবদুল কাদের মির্জার অনুসারী ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক স্বপন মাহমুদ বলেন, ‘আমরা এ বিষয়ে কিছুই জানি না। ফেসবুকের মাধ্যমে তার আহত হওয়ার খবর পেয়েছি। শুনেছি সম্পত্তিগত বিরোধের কারণে এ মারামারির ঘটনা ঘটেছে।’
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মো. সেলিম জানান, শাহজাহান সাজুর বাম পা ও বাম হাতের হাড় ভেঙ্গে গেছে। তিনি মাথায় আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে অবস্থার আরও অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কাহারা সাজুকে রড দিয়ে পিটিয়ে হাত ও পা ভেঙ্গে দিয়েছে, তা খতিয়ে দেখছি আমরা। তবে গুলির কোন আলামত পাইনি।’
মন্তব্য করুন