কুমিল্লা জেলা স্বাস্থ্যবিভাগে  সেনাবাহিনীর পক্ষ থেকে অক্সিজেন কনসেনট্রেটর মেশিন, মাস্কসহ সুরক্ষাসামগ্রী প্রদান করা হয়েছে। 

সোমবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সার্বিক কার্যাবলী বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা হয়। সভা শেষে প্রধান অতিথি কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইনের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৪৪ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল আকবর খান, এডিএমএসের কমান্ডার কর্নেল ইমরুল কায়েস চৌধুরী, এরিয়া সদর দপ্তরের কর্নেল (এডমিন) মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার, কুমিল্লা সেনানিবাসের ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. সাব্বির হাসান, কুমিল্লা-১০ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল গোলাম ফজলে রাব্বি, পুলিশ সুপার ফারুক আহমেদ, র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন, জেলা আনসার কমান্ড্যান্ট সঞ্জয় চৌধুরী ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। 

অনুষ্ঠানে জেলার সর্বশেষ করোনা পরিস্থিতির তথ্য উপস্থাপন করা হয়।