কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের পরদিন সজল মিয়া (২৫)  নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শশীদল বিজিবি ক্যাম্পসংলগ্ন রেল লাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সজল মিয়া জেলার আদর্শ সদর উপজেলার শাসনগাছা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে জেলার শশীদল এলাকার বিজিবি ক্যাম্পের অদূরে চট্টগ্রাম-সিলেট রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও সিআইডির ক্রাইমসিন ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। এদিকে, খবর পেয়ে ওই যুবকের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সজল মিয়ার বলে শনাক্ত করে।

মারা যাওয়া সজল মিয়ার মা জোহরা বেগম জানান, তার ছেলে সোমবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর রাতে বাড়ি ফেরেনি। সকালে লোকজনের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সজলের মরদেহ পড়ে থাকতে দেখেন। তিনি ছেলের হত্যকারীদের গ্রেপ্তর ও বিচারের দাবি জানান।

ব্রাহ্মণপাড়া থানার ওসি ওপ্পেলা রাজু নাহা জানান, মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহটি সেখানে ফেলে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনার রহস্য উদঘাটনের জন্য পুলিশের পাশাপাশি সিআইডির টিম কাজ করছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।