- সারাদেশ
- বিসিসির ৪১৫ কোটি টাকার বাজেট
বিসিসির ৪১৫ কোটি টাকার বাজেট

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) ২০২১-২২ অর্থবছরের জন্য ৪১৫ কোটি ৭২ লাখ ৩৭ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে। প্রস্তাবিত বাজেট প্রায় ৭৯ ভাগ সরকারি অনুদাননির্ভর। সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ মঙ্গলবার অনলাইন সভায় নতুন বাজেট ঘোষণা করেন।
বাজেটে উন্নয়ন প্রকল্পের জন্য ৩২১ কোটি ১৮ লাখ ৭১ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে থাকবে নিজস্ব উৎস থেকে ৬৫ দশমিক শূন্য ৬ কোটি, থোক ও বিশেষ থোক থেকে ৪৫ কোটি, সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পের ২১১ দশমিক ১২ কোটি টাকা।
উন্নয়ন খাতে রাস্তা, ড্রেন, কালভার্ট, পুকুর, খাল সংরক্ষণ এবং বিভিন্ন স্থানে ভৌত অবকাঠামো নির্মাণ, পুনর্নির্মাণ ও সংরক্ষণ খাতে ২৬৪ কোটি ২১ লাখ ২৪ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।
নতুন করারোপ না করেই ২০২১-২২ অর্থবছরে সিটি করপোরেশনের রাজস্ব আয় ধরা হয়েছে ১১৩ কোটি ৫৬ লাখ ৭০ হাজার টাকা। প্রকল্প ও সরকারি অনুদাননির্ভর আয় প্রত্যাশা করা হয়েছে ২৬৫ কোটি ২০ লাখ ৩৩ হাজার টাকা।
তবে গত অর্থবছরে (২০২০-২১) প্রস্তাবিত সরকারি অনুদাননির্ভর বাজেটের বিপরীতে বরাদ্দ পাওয়া গেছে মাত্র ৬ শতাংশ। বিগত অর্থবছরে প্রকল্পের বিপরীতে বরাদ্দ না থাকায় ৩৯ কোটি ৭৯ লাখ ৩৫ হাজার টাকার উন্নয়ন কাজ হয়। এর মধ্যে ৫২ শতাংশ অর্থাৎ ২০ কোটি ৫২ লাখ ২৩ হাজার টাকা ছিল বিসিসির নিজস্ব অর্থ। ২০১৯-২০ অর্থবছরেও প্রকল্পের বরাদ্দ না পাওয়ায় নগরীতে কয়েক কিলোমিটার সড়ক সংস্কার ছাড়া দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি।
গত অর্থবছরে উন্নয়ন বরাদ্দ না পাওয়ার পরও চলতি অর্থবছরে ৭৯ ভাগ সরকারি অনুদাননির্ভর বাজেট দেওয়ার কারণ সাংবাদিকরা জানতে চাইলে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, নিজস্ব আয় বাড়িয়ে বিসিসি স্বনির্ভর হওয়ার পথে। কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি বন্ধ করতে পারায় নিজস্ব আয় আগের চেয়ে অনেক বেড়েছে। মন্ত্রণালয়ে জমা দেওয়া উন্নয়ন প্রকল্পগুলো অনুমোদন হবে কিনা, এ-সংক্রান্ত সুস্পষ্ট কোনো জবাব দেননি মেয়র।
২০২০-২১ অর্থবছরে বাজেটে সরকারি অনুদাননির্ভর ২৮৩ কোটি ৪০ লাখ টাকার উন্নয়ন প্রকল্প দেখানো হয়েছিল। এর বিপরীতে সরকারি বিশেষ অনুদান এবং সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প বাবদ ১৭ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকা বরাদ্দ পেয়েছে বিসিসি।
মন্তব্য করুন