শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি স্বল্পতার জন‍্য বিকল্প রুট হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট ব‍্যবহার করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।

শুক্রবার রাতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মাদারীপুরের বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাট যাওয়ার পথে রো রো ফেরি কাকলী পদ্মাসেতুর পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। ওই ঘটনার পর আড়াই ঘন্টা এ রুটে ফেরি চলাচল বন্ধ থাকে।

এ ঘটনায় ফেরির চালক সুকানিকে সাময়িক বরখাস্ত করে বিআইডব্লিউটিসি। এরপর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি স্বল্পতা দেখা দেওয়ার পর বিকল্প হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট ব‍্যবহারের অনুরোধ জানালো সরকারি এই সংস্থাটি।