কক্সবাজারে টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নে গভীর রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার নাম মোহসেনা আক্তার (২২)। শনিবার রাত ২টার দিকে এই ঘটনা ঘটে।

মোহসেনা আক্তার হোয়াইক্যংয়ের ২ নং ওয়ার্ড বালুখালি গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী। তাদের দুটি সন্তান রয়েছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ২টার দিকে একদল অস্ত্রধারী সন্ত্রাসী মোহাম্মদ আলীর ঘরের দরজার ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা এলোপাতাড়ি ছুরিকাঘাতে মোহসেনা আক্তারকে হত্যা করে পালিয়ে যায়।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি আইসি এসআই মো. মাহমুদুল হাসান মাহবুব জানান, বালুখালি গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী মোহসেনা আক্তারকে রাতের আঁধারে সন্ত্রাসীরা ছুরিকাঘাতে হত্যা করেছে। খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে তার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।