- সারাদেশ
- কর্ণফুলীতে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার
কর্ণফুলীতে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

ব্যাংক কর্মকর্তা সাজ্জাদ হোসেন। ফাইল ছবি
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌকাডুবিতে নিখোঁজ ব্যাংক কর্মকর্তা সাজ্জাদ হোসেনের (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
সদরঘাট নৌ-থানা পুলিশের ওসি এবিএম মিজানুর রহমান সমকালকে জানান, শনিবার ভোরে কর্ণফুলী নদীতে দুর্ঘটনাস্থলের ১০০ মিটার দক্ষিণ নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মরদেহ ভেসে উঠে। থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করে এদিন সকালে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাজ্জাদ আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের বটতল এলাকার মৃত আবদুল কুদ্দুসের ছেলে। তিনি ঢাকা ব্যাংকের আগ্রাবাদ শাখায় কর্মরত ছিলেন।
গত বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যায় সাড়ে ৬টায় ভাইয়ের বাসায় মাকে দেখতে যাওয়ার পথে কর্ণফুলী নদী পারাপারের সময় বাংলাবাজার ঘাটে যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত সাম্পানডুবির ঘটনায় ব্যাংক কর্মকর্তা সাজ্জাদ নিখোঁজ হন।
মন্তব্য করুন