ঝালকাঠির রাজাপুরে হোসনেয়া বেগম মুকুল (৫৫) নামের এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। 

শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার টিঅ্যান্ডটি সড়কে নিজ বাড়ির একটি পরিত্যক্ত কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। মুকুল ওই এলাকার মৃত আব্দুল খালেকের স্ত্রী ও ৫ সন্তানের জননী। 

রাজাপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ জানান, সকালে ওই নারীকে তার ঘরে না পেয়ে খোঁজাখুঁজি করা হয়। এর এক পর্যায়ে বাড়ির সামনের একটি টিনের ঘরের পরিত্যক্ত কক্ষের মেজেতে তার লাশ পরে থাকতে দেখে পুলিশ খবর দেন স্বজনরা। পরে পুলিশ গিয়ে তার গলা কাটা লাশ উদ্ধার করে। এ সময় ওই ঘরের সামনের বারান্দার ভাড়াটিয়া পনীর আকন ও সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। 

তিনি আরও জানান, ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনা আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।