ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পর্শে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ও শনিবার সকালে দুটি পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামের আবদুস সালেকের ছেলে সুরুজ আলী (১৮) এবং পৌরসভার সাহাপুর গ্রামের প্রয়াত খলিলুর রহমানের স্ত্রী সালেহা খাতুন (৪৫)।  

পুলিশ জানায়, মারা যাওয়া সুরুজ আলী ব্যাটারিচালিত রিকশা চালাতেন। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে নিজ বাড়িতে রিকশাটি চার্জে বসানোর সময় হঠাৎ করে তিনি বিদ্যুতায়িত হন। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুরুজ আলীকে মৃত ঘোষণা করে।

এদিকে, সকালে বিদ্যুৎস্পর্শে মারা গেছেন পৌরসভার সাহাপুর গ্রামের গৃহবধূ সালেহা খাতুন (৪৫)। নিজের ঘরের টিনের সঙ্গে জড়িয়ে থাকা ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তার স্পর্শ করতেই বিদ্যুতায়িত হন সালেহা। পরে তাকে উদ্ধার করে সকাল ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সালেহাকে মৃত ঘোষণা করেন।

ফুলপুর থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, বিদ্যুৎস্পর্শে নারী ও তরুণের মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়।