ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও সমকাল প্রকাশক এ. কে. আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে কলকারখানা স্থাপনের মাধ্যমে যুবসমাজের বেকারত্ব ঘোচাতে নতুন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন। ফরিদপুরে সেই ধারাকে বেগবান করতে আওয়ামী লীগের নেতাদের এগিয়ে আসতে হবে। 

শনিবার দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।  

এফবিসিসিআই'র সাবেক সভাপতি এ. কে. আজাদের সহযোগিতায় ফরিদপুর সদর উপজেলার সব ইউনিয়ন ও ফরিদপুর পৌর এলাকার দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। ফরিদপুর সদর উপজেলার ১২টি ইউনিয়নে ১০০ বস্তা এবং পৌরসভার ২৭টি ওয়ার্ডে ৫০ বস্তা করে মোট ২ হাজার ৫৫০টি বস্তায় ১০ কেজি করে চাল ও ২ কেজি করে ডাল সহায়তা দেওয়া হয়।  

এফবিসিসিআই 'র সাবেক সভাপতি এ. কে. আজাদের সহযোগিতায় ফরিদপুরে দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়- সমকাল

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ. কে. আজাদ তার বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদাত বরণকারীদের আত্মার শান্তি কামনা ও তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, শেখ হাসিনার সরকার সারাদেশে একশ' স্পেশাল ইকোনমিক জোন করার ঘোষণা দিয়েছে। ২০টির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ফরিদপুরে একটি হওয়ার কথা থাকলেও কাজ এখনও শুরু হয়নি। 

তিনি বলেন, দলীয় নেতৃবৃন্দকে ত্রাণ বিতরণ ও দলীয় কাজে সীমাবন্ধ না থেকে মানুষের কর্মসংস্থানের জন্য এগিয়ে আসতে হবে। ফরিদপুরে যদি স্পেশাল ইকোনমিক জোনের কাজ শুরু হয়, তবে সবার আগে আমি সেখানে কারখানা স্থাপন করবো। আর সেই কৃতিত্বের দাবিদার হবেন এই নেতৃবৃন্দ। তখন আপনার আমার সন্তানদের বেকারত্বের অভিশাপ নিয়ে ঘরে বসে থাকতে হবে না।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বিপুল ঘোষ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান, আওয়ামী লীগ নেতা মনিরুল হাসান মিঠু, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কে এম সেলিম, অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব আইভী মাসুদ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট অনিমেষ রায়, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাহিদ বেপারী, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন, সোহেল রেজা বিপ্লব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবু নাঈম।