নাটোরে একই স্থানে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে আওয়ামী লীগের নামে শোক দিবসের পাল্টা কর্মসূচি ঘোষণার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনায় নিন্দা জ্ঞাপনসহ সংসদ সদস্য শফিকুল ইসলামের বিরুদ্ধে সংঘাত উস্কে দেওয়ার অভিযোগও করেন নবঘোষিত জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা।
শহরের কানাইখালী এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শফিউল আজম স্বপন। তিনি বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে ১০ আগস্ট জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কর্মসূচি ঘোষণা করা হয়। তাদের এই কর্মসূচি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার দপ্তরে পাঠানো হয়েছে। অথচ ১১ আগস্ট স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল চর দখলের মতো একই স্থানে কর্মসূচি পালনের ঘোষণা দেন। স্বপন আরও বলেন, তারা তাদের নির্ধারিত স্থানে শোক দিবসের কর্মসূচি বাস্তবায়নে বদ্ধপরিকর। সেখানে কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হলে তার দায়ভার সংসদ সদস্য শিমুলকে নিতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য শিমুল বলেন, পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। যে স্থানের কথা বলা হচ্ছে, সেখানে অর্থাৎ নাটোর শহরের কানাইখালী এলাকায় প্রধান সড়কের ধারে দলের পক্ষ থেকে প্রতি বছর উন্নত খাবার বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠান সূচি পালন করা হয়। এবারও খাদ্য বিতরণ করা হবে। তাই আগাম ঘোষণা দেওয়া হয়েছে। কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের এই কর্মসূচির ঘোষণা মাইকে প্রচারও করা হচ্ছে। অভিযোগকারীরা জেলা আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ না নিয়ে জাতীয় অনুষ্ঠানকে অবজ্ঞা করছেন।
পাল্টা অভিযোগ তুলে শফিউল আযম স্বপন বলেন, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল চান না স্বেচ্ছাসেবক লীগের কোনো নেতাকর্মী আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে কর্মসূচিতে অংশ নেন। তাই স্বেচ্ছাসেবক লীগের কার্যালয় সংলগ্ন সড়কের ধারে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালনের আগাম ঘোষণা দিয়েছেন।