সিংড়ায় বন্দি খাঁচা থেকে মুক্ত আকাশে উড়ল তিনটি বক পাখি। আর মুচলেকায় ছাড়া পেয়েছেন হামিদুল ইসলাম নামে এক পাখি শিকারি। পরে পৌর কার্যালয়ের সামনে থেকে তিনটি বক পাখিসহ তাকে আটক করা হয়। পাখিগুলো সিংড়া পৌরসভার সামনে অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহসভাপতি হাসান ইমাম, সাংবাদিক খলিলুর রহমান প্রমুখ।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় পৌরসভার সামনের রাস্তায় খাঁচায় বন্দি পাখিসহ শিকারি হামিদুল ইসলামকে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির কয়েকজন সদস্য আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিবেশকর্মীরা হামিদুল ইসলামকে তাদের হাতে সোপর্দ করেন। পরে পুলিশের উপস্থিতিতে আর কোনো দিন পাখি শিকার ও কেনাবেচা করবেন না বলে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে খাঁচায় বন্দি তিনটি বক পাখিকে অবমুক্ত করা হয়।