- সারাদেশ
- দুই ডোজে দুই রকমের টিকা পেলেন এসআই
দুই ডোজে দুই রকমের টিকা পেলেন এসআই

বিদ্যুৎ কুমার দাশ
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় বিদ্যুৎ কুমার দাশ নামে পুলিশের এক উপপরিদর্শককে করোনা টিকার প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড দেওয়া হয়। শনিবার বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় ডোজে দেওয়া হয়েছে সিনোফার্মের ভেরোসেল। এ ঘটনায় স্বাস্থ্যকর্মীর অবহেলাকে দায়ী করেছেন ওই পুলিশ সদস্য। আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। বিদ্যুৎ কুমার দাশ উপজেলার কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়িতে কর্মরত।
এসআই বিদ্যুৎ কুমার দাশ জানান, ১১ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে গেলে তাকে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হয়েছিল। এরপর অ্যাস্ট্রাজেনেকার টিকার সংকট দেখা দিলে নির্দিষ্ট সময়ে তিনি দ্বিতীয় ডোজ নিতে পারেননি। সম্প্রতি এই টিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুদ হওয়ার পর শনিবার তিনি টিকা নিতে গিয়েছিলেন। সেখানে কর্তব্যরত স্বাস্থ্যকর্মী জ্যোৎস্না বিশ্বাসকে তিনি অ্যাস্ট্রাজেনেকার টিকা দিতে বলেন। কিন্তু স্বাস্থ্যকর্মী তাকে দিয়ে দেন সিনোফার্মের ভেরোসেল। এরপর এসআই বিদ্যুৎ দুশ্চিন্তায় পড়ে গেলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এসে তাকে আশ্বস্ত করেন এবং পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত যোগাযোগের জন্য বলেন। এসআই বিদ্যুৎ এখন নৌ-পুলিশ ফাঁড়িতে অবস্থান করছেন।
আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে টিকা নেওয়া ব্যক্তির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হবে কিনা, সে ব্যাপারে এখনই বলা যাচ্ছে না।
এ বিষয়ে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল বলেন, এক ব্যক্তিকে দুই রকমের দুই ডোজ টিকা দেওয়ার নির্দেশনা দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই ব্যক্তির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে কিনা বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে হবিগঞ্জের বাহুবলে এক চা শ্রমিককে এক মিনিটে দুই ডোজ টিকা প্রদানের ঘটনা ঘটে।
মন্তব্য করুন