- সারাদেশ
- নিখোঁজ তরুণীর লাশ বুড়িগঙ্গায়, সন্দেহ স্বামীকে
নিখোঁজ তরুণীর লাশ বুড়িগঙ্গায়, সন্দেহ স্বামীকে

প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে নুসরাত আক্তার মালা (১৭) নামে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে কোস্টগার্ড পাগলা স্টেশনের সদস্যরা লাশটি উদ্ধার করেন।
নিহত নুসরাত বরিশালের মেহেন্দীগঞ্জের নূর নবী দেওয়ানের মেয়ে। থাকত ঢাকার ডেমরা মীর হাজিরবাগ এলাকার ভাড়া বাসায়। গত বৃহস্পতিবার থেকে সে নিখোঁজ ছিল বলে পরিবার সূত্রে জানা গেছে।
নিহতের চাচা মো. নুরুজ্জামান জানান, দেড় বছর আগে নবম শ্রেণি পড়ূয়া নুসরাত প্রেম করে পালিয়ে বিয়ে করে মুজিবুর রহমান (২৫) নামে ওয়ার্কশপের এক শ্রমিককে। মুজিবুরের গ্রামের বাড়িও বরিশালে। করোনায় কাজ হারিয়ে ব্যবসার জন্য নুসরাতের পরিবারের কাছে দুই লাখ টাকা দাবি করেছিল মুজিবুর। নুসরাতের পরিবার তা দিতে না পারায় তাকে মারধর করত তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। নির্যাতনে অতিষ্ঠ হয়ে দেড় মাস ধরে বাবার বাড়িতে অবস্থান করছিল নুসরাত। বৃহস্পতিবার রাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে মুজিবুর। এরপর থেকেই নুসরাত নিখোঁজ ছিল।
মুজিবুরের দাবি, বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে পোস্তগোলা সেতু থেকে লাফিয়ে পড়ে নুসরাত। ঘটনাটি সে রাতেই তার পরিবারকে জানানো হয়েছে। নদীতে খোঁজাখুঁজি করে তাকে আর পাওয়া যায়নি।
কোস্টগার্ড পাগলা স্টেশনের লে. কমান্ডার আশমাদুল ইসলাম জানান, সকালে পাগলা তালতলা এলাকায় বুড়িগঙ্গায় একটি লাশ ভেসে ওঠে। কোস্টগার্ড সদস্যরা লাশটি উদ্ধার করে সদরঘাট নৌ-পুলিশের কাছে হস্তান্তর করেন। নিহতের পরিবারের সদস্যরা লাশটি নুসরাতের বলে শনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম জানান, লাশটি নদীতে পাওয়া গেছে। আর নদীর বিষয়টি নৌ-পুলিশের আওতাধীন। তাই বিষয়টি নৌ-পুলিশ (পাগলা ইউনিট) তদন্ত করছে। তবে নুসরাতের পরিবার থেকে জানানো হয়েছে, তারা মুজিবুরের বিরুদ্ধে মামলা করবে।
মন্তব্য করুন