- সারাদেশ
- সিআরবিতে প্রদীপ প্রজ্বালন ও গানে গানে প্রতিবাদ
সিআরবিতে প্রদীপ প্রজ্বালন ও গানে গানে প্রতিবাদ

সিআরবিতে প্রদীপ প্রজ্বালন-সমকাল
সিআরবি রক্ষায় শনিবার প্রদীপ প্রজ্বালন ও সমাবেশের পাশাপাশি গান-বাজনার আয়োজন করে নাগরিক সমাজ, চট্টগ্রাম। এদিন নাগরিক সমাজের উদ্যোগে সিআরবিতে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সিআরবি থেকে হাসপাতাল প্রকল্প সরিয়ে না নেওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে কয়েক দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছে নাগরিক সমাজ। বিকেলে গানে গানে প্রতিবাদের পাশাপাশি আয়োজন করা হয় বিক্ষোভ সমাবেশের। এতে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, কো-চেয়ারম্যান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, অ্যাডভোকেট ইফতেখার সাইমুম চৌধুরী প্রমুখ।
সমাবেশ শেষে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে আলোর মিছিল বের করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এদিন আরও কয়েকটি সংগঠনের পক্ষ থেকে সিআরবিতে হাসপাতাল নির্মাণ প্রকল্পের প্রতিবাদ জানানো হয়।
মন্তব্য করুন