পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার করোনাকালে মানুষের জীবন রক্ষায় কাজ করছে। সরকার স্বাস্থ্য খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান কাজ মানুষের জীবন রক্ষা করা। তার নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াচ্ছে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের স্মরণে শনিবার সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের 'বঙ্গমাতা অক্সিজেন সেবা' কর্মসূচির উদ্বোধনে মন্ত্রী এসব কথা বলেন। জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুনামগঞ্জে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন প্রমুখ।

মন্ত্রী বলেন, 'আমি সুনামগঞ্জের সন্তান। আমার বাড়ি এই জেলায়। কাজেই জেলা শহরে আমার আরও বেশি বেশি আসা প্রয়োজন। আমার কবরও এই জেলার শান্তিগঞ্জে হবে। সেই ব্যবস্থাটা করে রাখা হয়েছে। তবে আমার সন্তানরা হয়তো কোনো দিন এই দেশে আসবে না। কারণ তারা প্রবাসে স্থায়ী বাসিন্দা হয়ে গেছে।'

তিনি বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি ও কিছু বিপৎগামী সেনাসদস্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। তারা ভেবেছিল শেখ মুজিবকে হত্যা করে এ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া যাবে। কিন্তু দীর্ঘদিন পরে হলেও জনগণের রায় নিয়ে বিপুল ভোটে তার সুযোগ্য উত্তরসূরি শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। জাতির পিতার খুনিদের বিচারের রায় কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন তিনি।