- সারাদেশ
- মোবাইল ফোন চুরির অভিযোগে শিশুকে নির্যাতন, চুল কর্তন
মোবাইল ফোন চুরির অভিযোগে শিশুকে নির্যাতন, চুল কর্তন

মোবাইল চুরির অভিযোগে শিশু সজীবকে মারধর করে মাথার চুল কেটে দেওয়া হয়
আগৈলঝাড়ায় মোবাইল ফোন চুরির অভিযোগে এক শিশুকে মারধর করে তার মাথার চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার গৈলা বাজারে শনিবার বিকেলে এ ঘটনা ঘটলেও সন্ধ্যায় জানাজানি হয়।
সরেজমিনে বিভিন্ন লোকজন, নির্যাতিত শিশু ও তার মায়ের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্যাতনের শিকার শিশু সজীব (১১) গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের দরিদ্র ভ্যানচালক লাল মিয়া সরদারের ছেলে। গৈলা বাজারের অলি টেলিকম থেকে মোবাইল ফোন চুরির অভিযোগে স্থানীয় শাহীন খানের ছেলে তাওহীদ খানের নেতৃত্বে এনামুলসহ চার-পাঁচজন শিশুটিকে মারধর করে। এরপর একটি দোকান থেকে কাঁচি এনে তার মাথার চুল কেটে দেয় তারা।
শিশুর মা সানু বেগম সাংবাদিকদের বলেন, দুপুরে তার ছেলে বাড়ি আসে। একটু পরে অলি টেলিকমের মালিক অলি বেপারী তাদের বাড়ি এসে ছেলেকে বাজারে ডেকে নিয়ে যায়। বিকেলে ছেলে কাঁদতে কাঁদতে বাড়ি এসে জানায়, মোবাইল ফোন চুরির অপবাদে তাকে মারধর করে মাথার চুল কেটে দিয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
অলি টেলিকমের মালিক অলি বেপারী দাবি করেন, শিশু সজীব দোকান থেকে বিকাশ ও নগদ এজেন্টের দুটি সিম ভরা একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। পরে চুরির কথা স্বীকার করে ফোন ফেরত দেয় সে। তিনি শুনেছেন, তার চুল কেটে দিয়েছে উৎসুক লোকজন।
মোবাইল চুরির অভিযোগ এনে শিশুকে মারধর করে চুল কেটে দেয়ায় ছাত্রলীগ নেতা সৌরভ মোল্লা, তাওহীদ খান ও মোবাইল দোকানি অলি বেপারীকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন শিশুটির বাবা লাল মিয়া সরদার।
আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার বলেন, দোকান মালিক অলিকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন