- সারাদেশ
- ফরিদপুরে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
ফরিদপুরে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

জাতীয় শোক দিবসে ফরিদপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ.কে আজাদসহ নেতৃবৃন্দ- সমকাল
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ফরিদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে।
রোববার সকালে এ উপলক্ষে শহরের থানার মোড়ে জেলা আওয়ামী লীগ অফিস চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
এরপর স্থানীয় ঐতিহাসিক অম্বিকা ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর পৌরসভাসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক অতুল সরকার, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ.কে আজাদ, পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন