- সারাদেশ
- জকিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ৩
জকিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ৩

মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে
সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে ছিটকে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। মাইক্রোবাসের ভেতর থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার সন্ধ্যায় জকিগঞ্জ-সিলেট সড়কের বারহাল ইউনিয়নের শাহবাগের নিজগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানিয়েছে, এ দুর্ঘটনায় স্থানীয় সুলতানপুর ইউনিয়নের গণিপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. সামেল মিয়া (৩০), বারঠাকুরী ইউনিয়নের দৌলতপুর গ্রামের আব্দুল মানিকের ছেলে জুনেদ আহমদ (৩৩) ও একই ইউনিয়নের ছয়ঘরী গ্রামের অরুন বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস (৩৬) নিহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, সিলেট থেকে জকিগঞ্জগামী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে ডুবে যায়। পরে তাৎক্ষণিকভাবে সাত যাত্রীকে উদ্ধার করা হয়। এরমধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। এছাড়া দুইজন মারা যান সিলেট নেওয়ার পথে।
খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ও জকিগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি আবুল কাসেম জানিয়েছেন, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ ও গাড়ী উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মন্তব্য করুন