- সারাদেশ
- টাঙ্গাইলে মদপানে অসুস্থ ৩ জনের মৃত্যু
টাঙ্গাইলে মদপানে অসুস্থ ৩ জনের মৃত্যু

টাঙ্গাইলের দেলদুয়ারে মদপানে অসুস্থ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার পাঁচ এলাসিন গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন- উপজেলার পাঁচ এলাসিন গ্রামের জুলহাস মিয়ার ছেলে মোহাম্মদ নাসির মিয়া (২২), বাবুল মিয়ার ছেলে মো. পারভেজ (৩৪) ও কাশেম মিয়ার ছেলে মোহাম্মদ আক্কাস (২৩)।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে তিনজন মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন