ময়মনসিংহে আওয়ামী লীগের দুই নেত্রীর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ নিয়ে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন ওই দুই নেত্রী।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুন্নাহার লাকী ও তার বোন জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদকে স্বপ্না খন্দকার এ অভিযোগ করেছেন।

তারা দুইজনের সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একজন নেতা, সংসদ সদস্য, সিটি মেয়র ও জেলা আওয়ামী লীগের নেতাদের জড়িয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। এ নিয়ে তোলপাড় শুরু হলে শুক্রবার বিকেল ৩টায় ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন লুৎফুন্নাহার লাকী।

সংবাদ সস্মেলনে নিজের বক্তব্যে লাকী বলেন, একটি কুচক্রি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার এবং আমার বোন স্বপ্না ও রাজনৈতিক বিশিষ্ট নেতাদের ছবি ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচারের কারণে আমার পরিবারসহ রাজনৈতিক উচ্চপদস্থ নেতারা বিব্রত। ছাত্রলীগের রাজনীতি দিয়ে শুরু করেছিলাম। আজ আমি জেলা আওয়ামী লীগের সদস্য। আমার পরিবারও দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত। আওয়ামী লীগ করতে গিয়ে আমাদের অনেক ত্যাগ রয়েছে। আমরা সাধারণ জীবনযাপন করি। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বলেই আমাদের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। আমি মনে করি, এসব করে নারীর অধিকার খর্ব করা হচ্ছে।

এ সময় তিনি অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর বিচার দাবি করেন। এছাড়া বিষয়টি নিয়ে তার বোন থানায় অভিযোগ দিয়েছেন। তিনি আদালতে মামলাও করবেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।