- সারাদেশ
- মাগুরায় নাটাগাড়ি উল্টে চালক নিহত
মাগুরায় নাটাগাড়ি উল্টে চালক নিহত

হাসপাতালের বাইরে নিহতের স্বজনরা। ছবি: সমকাল
মাগুরার শ্রীপুর উপজেলায় শ্যালো ইঞ্জিন চালিত নাটাগাড়ি (মিনি ট্রাক) উল্টে চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার বাখেরা গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত আমানত আলী সদর উপজেলা আঠারোখাদা ইউনিয়ন মালন্দ গ্রামের নায়েব আলী ছেলে।
নিহতের বড় ভাই আল আমিন বলেন, আমানত বাড়ি থেকে নাটাগাড়ি নিয়ে শ্রীপুর উপজেলার বাখেরা ইটভাটায় কাজে যাচ্ছিলো। পথে বাখেরা উত্তরপাড়া এলাকায় ছাগলসহ এক পথচারীকে বাঁচাতে গিয়ে নাটাগাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এ সময় আমানত নাটাগাড়ির নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদিন বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন