- সারাদেশ
- কেন্দুয়ায় নোপাই বিল থেকে মাথাবিহীন লাশ উদ্ধার
কেন্দুয়ায় নোপাই বিল থেকে মাথাবিহীন লাশ উদ্ধার

প্রতীকী ছবি
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নোপাই হাওরের বিল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। শুক্রবার দুপুরে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়েছে।
কেন্দুয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে গড়াডোবা ইউনিয়নের খরমহরী এলাকার নোপাই বিল থেকে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির লাশ উদ্ধার করে বৃহস্পতিবার রাত ৮টাকার দিকে থানায় নিয়ে আসি। লাশ গলিত থাকায় পুরুষ না মহিলা তা বোঝা যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে- তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করার জন্য নির্জন স্থানে মস্তক বিচ্ছিন্ন করে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাত ১০টায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এসআই রুকনুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে এ হত্যা মামলা দায়ের করেন। শুক্রবার দুপুরে নেত্রকোণা আধুনিক হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত শেষে আঞ্জুমানে মফিদুল ইসলামের তত্ত্বাবধানে সেখানেই লাশের দাফন করা হয়েছে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজ বলেন, মস্তকবিহীন গলিত লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত করা হয়। নমুনা সংগ্রহ করে ডিএনএ পরিক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে রাখা হয়েছে। তিনি বলেন, মামলার তদন্ত চলছে, তাছাড়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য সব জায়গায় বার্তা পাঠানো হয়েছে।
মন্তব্য করুন