- সারাদেশ
- মসজিদের চাল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
মসজিদের চাল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

প্রতীকী ছবি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মসজিদের মুষ্টির চাল আদায়কে কেন্দ্র করে মতবিরোধের জেরে সংঘর্ষে বাবলু মিয়া (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম গ্রামে খালেকের মোড় নামক স্থানে সংঘর্ষের এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
নিহত বাবলু মিয়া শান্তিরাম গ্রামের আজিম উদ্দিনের ছেলে। তিনি দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে খালেকের মোড়ে স্থানীয় নাছির উদ্দিনের ছেলে সুমন মিয়ার সঙ্গে আইয়ুব আলীর ছেলে সুমন মিয়ার মসজিদের চাল আদায়কে কেন্দ্রে করে কথা কাটাকাটি হয়। এরই জেরে শুক্রবার সকালে খালেকের মোড়ে ফের স্থানীয় শহিদুল ইসলামের ছেলে ইউনুছ এবং মোজাম্মেল হকের ছেলে ময়নাল মিয়ার সঙ্গে আইয়ুব আলীসহ তার ছেলে শাহিন মিয়া, সাজু মিয়া, সুমন মিয়া, সোহেল রানা ও সুজন মিয়ার বাকবিতণ্ডার একপর্যায়ের সংঘর্ষ বাধে। এতে ময়নাল ও ইউনুছকে সংঘর্ষের হাত থেকে বাঁচাতে গিয়ে তাদের চাচা বাবলু মিয়া আইয়ুব আলীর ছেলেদের আঘাতে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে মেডিকেল অফিসার বাবলু মিয়াকে মৃত ঘোষণা করেন। ময়নাল ও ইউনুছ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, তাৎক্ষনিক অভিযান চালিয়ে পুলিশ আইয়ুব আলীর ছেলে শাহিন মিয়া ও সুমন মিয়াকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন