- সারাদেশ
- ডগ স্কোয়াডে ৬০ হাজার ইয়াবা জব্দ, ট্রাকসহ আটক ২
ডগ স্কোয়াডে ৬০ হাজার ইয়াবা জব্দ, ট্রাকসহ আটক ২

কক্সবাজারের টেকনাফে ডগ স্কোয়াডের অভিযানে ট্রাক থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ চালক ও হেলপারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান।
আটকরা হলেন, টাঙ্গাইলের কালিহাতি সরলা এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মো লেবু মিয়া (২৫) ও নিকরাইল গোহালিয়া বাড়ী এলাকার মো. ছানোয়ার হোসনের ছেলে মো. ইসমাঈল হোসন (৩৪)।
লেফটেন্যান্ট কর্নেল ফয়সল বলেন, শুক্রবার সকালে ডগ ব্রাভোসহ একটি ট্রাকে নিয়মিত তল্লাশি চালান হ্যান্ডেলাররা। এসময় কক্সবাজারগামী ওই ট্রাকের এয়ার ক্লিনারের ফিল্টারের ভেতরে অভিনব কায়দায় লুকানো ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরে ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দ ইয়াবাসহ আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন