- সারাদেশ
- স্বামীকে হত্যা করে ২ সন্তান নিয়ে পালানোর অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
স্বামীকে হত্যা করে ২ সন্তান নিয়ে পালানোর অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

নিহত সোহেল
ফেনী শহরের সুফি সদর উদ্দিন সড়কের একটি বাসায় মো. সোহেল (৩৫) নামের এক দুবাই প্রবাসীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার রাত ১টা থেকে ২টার মধ্যে চৌধুরী সুলতানা ম্যানশনের ৬ষ্ঠ তলায় এ ঘটনা ঘটে। ঘটনার পর নিহতের স্ত্রী শিউলী আক্তার দুই সন্তান নিয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে।
নিহত সোহেল চৌদ্দগ্রাম উপজেলার খাটরা গ্রামের আবুল কালামের ছেলে। একই উপজেলার পার্শ্ববর্তী গ্রামের শিউলী আক্তারের সঙ্গে প্রায় দশ বছর আগে তার বিয়ে হয়। তাদের ৭ বছরের ছেলে রিহান ও জিন্নাত নামের ৪ বছরের এক মেয়ে রয়েছে। ছেলে মেয়েদের লেখা পড়ার জন্য ফেনী শহরে বাসা ভাড়া নিয়ে বসবাস করে সোহেলের পরিবার। এক মাস আগে সোহেল দুবাই থেকে দেশে আসেন।
চৌধুরী সুলতানা ম্যানশনের দারোয়ান জানান, সোহেলের স্ত্রী শিউলী বেগম রাত ২টার দিকে তার স্বামী অসুস্থ, ডাক্তার আনাতে হবে বলে দুই সন্তানসহ চলে যায়। এরপর আর সে ফিরে আসেনি। ভবনের বাসিন্দারা রাতে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে সোহেলের রক্তাক্ত লাশ উদ্ধার করে।
এলাকাবাসী জানান, প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হত। সোহেলের মা আলেয়া বেগম জানান, ছেলে ও বউমার মধ্যে বনিবনা ছিল না। স্ত্রীর সন্দেহ ছিল- সোহেল দুবাইতে বিয়ে করেছে। এ সব ঘটনায় সোহেলও বিপর্যস্ত ছিল এবং স্ত্রীকে মারধরও করত। বৃহস্পতিবার রাতেও স্বামী স্ত্রীর মধ্যে হাতাহাতি হচ্ছে বলে ভবনের অন্যান্য বাসিন্দারা শব্দ শুনেছে।
ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে- হত্যার ঘটনার সঙ্গে সোহেলের স্ত্রী জড়িত। তবে শিউলী আক্তারকে গ্রেপ্তারের পর প্রকৃত ঘটনা উদঘাটন হবে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
ফেনী থানার ওসি মনির হোসেন জানান, লাশের শরীরে বিভিন্ন স্থানে ধারালো দায়ের কোপ রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন