- সারাদেশ
- চাটমোহরে নিখোঁজের ২ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার
চাটমোহরে নিখোঁজের ২ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

হান্ডিয়াল বিলের পানি থেকে ইমনের লাশ উদ্ধার করা হয়- সমকাল
নিখোঁজের দু’দিন পর পাবনার চাটমোহরের হান্ডিয়াল বিল থেকে সিএনজি চালিত অটোরিকশা চালক ইমন হাসান (১৬) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ইমন হাসান চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রামের জাকির হোসেনের ছেলে। সে উপজেলার সমাজ আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। করোনাকালীন স্কুল বন্ধ থাকায় পরিবার থেকে তাকে একটি সিএনজি অটোরিকশা কিনে দেয়। সেটি নিজেই চালিয়ে বাড়তি কিছু আয় করছিল সংসারের জন্য।
ইমন হাসানের বাবা জাকির হোসেন বলেন, গত বুধবার সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাত দশটার দিকে হান্ডিয়াল মান্নাননগর থেকে চারজন যাত্রী ভাড়া নিয়ে চাটমোহরের উদ্দশে রওনা হয়। তারপর থেকে ইমনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার মুঠোফোনও বন্ধ ছিল। অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে চাটমোহর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি লাশটি আমার ছেলে ইমনের।
এ বিষয়ে চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজিব শাহরীন বলেন, উদ্ধার করা লাশটি নিখোঁজ সিএনজি অটোরিকশা চালক ইমনের। তার পরিবারের লোকজন লাশটি শনাক্ত করেছেন। দড়ি দিয়ে তার হাত-পা বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন