- সারাদেশ
- গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী মারা গেছেন।
শুক্রবার রাত পৌনে নয়টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের নুনদহ ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে সমকালকে জানান গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আরিফ আনোয়ার।
প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী পায়েল পরিবহনের একটি বাস বিপরীত মুখী একটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের তিন আরোহী নিহত হন।
নিহতরা হলেন- উপজেলার খুকশিয়া কালুবাড়ী গ্রামের মাহাবুবর রহমান (৩০), সুন্দইল গ্রামের ভুট্ট মিয়া (৩৫) ও রামনাথপুর গ্রামের আব্দুল করিম (৪০)।
মন্তব্য করুন