কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে উন্নত চিকিৎসার জন্য শনিবার সকাল ১০ টায় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক অধ্যাপক মলয় ভৌমিক এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, দীর্ঘ এক মাস ধরে হাসান আজিজুল হক বিছানাগত ছিলেন। বাথরুমে পড়ে গিয়ে কোমড়ে ব্যথা পান তিনি। এরপর থেকে তিনি হৃদরোগসহ লবনের ঘাটতি জনিত রোগে ভুগছিলেন। এমনকি কাউকে চিনতেও পারছেন না।

এদিকে বিষয়টি জানার পর কথাশিল্পীর শুভাকাঙ্ক্ষীরা শুক্রবার রাতে জুম বৈঠকে যুক্ত হন। এতে অংশ নেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সাংসদ ফজলে হোসেন বাদশা, রাবির রুটিন ভিসি সুলতান উল ইসলাম টিপু, রাবির  অধ্যাপক ও নাট্যকার মলয় ভৌমিক প্রমূখ।