- সারাদেশ
- জনগণ স্বাস্থ্যখাত থেকে প্রত্যাশিত সেবা পাচ্ছে না: মুক্ত সংলাপে বক্তারা
জনগণ স্বাস্থ্যখাত থেকে প্রত্যাশিত সেবা পাচ্ছে না: মুক্ত সংলাপে বক্তারা

করোনাভাইরাসের সঙ্কট মোকাবিলায় পরিকল্পনার অভাবে জনগণ স্বাস্থ্যখাত থেকে ‘প্রত্যাশিত সেবা পাচ্ছে না’ অভিযোগ এসেছে একটি আলোচনা সভা থেকে।
রোববার সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশলান বাংলাদেশ টিআইবি ও সচেতন নাগরিক কমিটি (সনাক) ফরিদপুরের উদ্যোগে আয়োজিত ‘করোনাভাইরাস সঙ্কট মোকাবিলায় ঢাকা বিভাগীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের উদ্যোগ: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক ভার্চুয়াল মতবিনিময় সভায় বক্তারা এ অভিমত তুলে ধরেন।
সভায় বক্তারা বলেন, করোনাভাইরাসের মত সঙ্কট মোকাবিলায় পরিকল্পনার অভাব, সেবা নিতে হয়রানির শিকার, টিকা নিতে স্বাস্থ্যবিধির অভাব, জনবল স্বল্পতা, দালাল চক্রের আধিপত্য, যন্ত্রপাতি ও নানাবিধ সমস্যায় জনগণ স্বাস্থ্য খাত থেকে প্রত্যাশিত সেবা পাচ্ছে না।
তারা আরও বলেন, করোনা সংকট মোকাবিলায় সরকারী নীতি নির্ধারকদের সহায়তা নিয়ে নাগরিক সম্পৃক্ততার মাধ্যমে ফরিদপুরসহ ঢাকা বিভাগের স্বাস্থ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে হবে।
সনাক, ফরিদপুরের সভাপতি অ্যাডভোকেট শিপ্রা গোস্বামীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. বেলাল হোসেন।
এতে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আসলাম মোল্লা, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. সাইফুর রহমান, জেলা সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান, টিআইবি'র পরিচালক-সিভিক এনগেজমেন্ট ফারহানা ফেরদৌস, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশাররফ আলী ও ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।
মুক্ত আলোচনায় ঢাকা বিভাগের বিভিন্ন জেলার সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের সাথে যুক্ত কর্মী, পৌর কর্তৃপক্ষ, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, জনপ্রতিনিধি, নাগরিক মঞ্চ, সুশীল সমাজ প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংস্থা, ছাত্র-ছাত্রী, বিভিন্ন সনাকের সভাপতিবৃন্দ, সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ ও ব্যাবসায়ী প্রতিনিধিসহ শতাধিক ব্যক্তি যুক্ত ছিলেন।
ডা. মো. বেলাল হোসেন করোনা পরীক্ষার যন্ত্রপাতি সংস্কারের নির্দেশনা দেন। পাশাপাশি অ্যাস্ট্রোজেনেকার টিকার দ্বিতীয় ডোজ ভিন্ন স্থান থেকে সংগ্রহের নির্দেশনা দেন।
মন্তব্য করুন