সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তাদের মৃত্যু হয়। 

মৃতরা হলেন- কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামের আব্দুল কাইয়ুম (৪৫), কলারোয়া উপজেলার মদনপুর গ্রামের আশরাফ উদ্দীন (৮০), সাতক্ষীরা সদরের গফুর সরদার (৮০) ও দেবহাটা উপজেলার শশাডাঙাগা গ্রামের যমুনা রানী (৫০)। 

মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে কয়েকদিন আগে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৬১৯ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৭ জন। 

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসেইন শাফায়েত জানান, করোনা সংক্রমণের হার কমাতে হলে অবশ্যই সবাইকে মাস্ক পরতে হবে। তাহলে আমরা ঝুঁকিমুক্ত থাকতে পারবো।