ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই জন করোনা শনাক্ত হয়ে এবং ছয় জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

এছাড়া, একই সময়ে নতুন করে ২৭১ জনের নমুনা পরীক্ষা করে আরও ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৬১ শতাংশ।

এর মধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজে স্থাপিত পিসিআর ল্যাবের মাধ্যমে ২৩৫ জনের নমুনা পরীক্ষা করে ৬২ জনের এবং অ্যান্টিজেন পদ্ধতিতে ৬২ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনা শনাক্ত ও উপসর্গ নিয়ে মারা যাওয়া ৮ জনের মধ্যে ফরিদপুর ও রাজবাড়ীর তিনজন করে এবং গোপালগঞ্জ ও মাগুরার একজন করে রয়েছেন।

করোনা শনাক্ত হয়ে মারা যাওয়া দুজনই ফরিদপুর শহরের বাসিন্দা। এরা হলেন, ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার হাফিজুল হক (৭০) ও শহরের টেপাখোলা মহল্লার শেখ হাসিনা বেগম (৭৮)।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী নতুন করোনা শনাক্ত হ্ওয়া ৬২ জনের মধ্যে ভাঙ্গায় ৩, বোয়ালমারীতে ৩, নগরকান্দায় ৪, মধুখালীতে ৩, সদরপুরে ৬, চরভদ্রাসনে ১, সালথায় ১ এবং সদরে ৪১ জন রয়েছেন। এ নিয়ে ফরিদপুরে মোট করোনা শনাক্ত হয়েছে ২০ হাজার ৩৫১ জনের।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগী রয়েছেন ১২৫ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী রয়েছেন ৭৭ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৮ জন । এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৯৩ জন।