গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইপিজেড নির্মাণের প্রতিবাদে কাটামোড় এলাকায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেছেন সাঁতওালরা। 

সোমবার বিকেল ৪টার দিকে কাটামোড় এলাকায় এই অবরোধ শুরু হয়েছে বলে সমকালকে নিশ্চিত করেছেন সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কে।  

তিনি বলেন, ‘গাইবান্ধায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাটামোড় এলাকায় সাঁওতালদের পৈত্রিক জমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল-বেপজার সব কর্মকাণ্ড বন্ধের দাবিতে বিকেল ৪টা থেকে আমরা সড়ক অবরোধ করেছি। প্রশাসন যতক্ষণ না পর্যন্ত বলছে, ওই জায়গায় কোনো ইপিজেড নির্মাণ হবে না, আমরা অবরোধ ছাড়ব না। এখানে অবস্থান থাকবে আমাদের।’

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বলেন, ‘আমি ঘটনা শুনেছি। ইউএনও মহোদয়ের সঙ্গে কথা বলে দেখি কি করা যায়।’

এর আগে কাটামোড় এলাকায় পৈত্রিক জমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল-বেপজার সব কর্মকাণ্ড বন্ধের দাবিতে গত ২০ আগস্ট মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছিল সাঁওতালরা।