- সারাদেশ
- ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমার উপরে
ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমার উপরে

পদ্মার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে-সমকাল
ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমার ৫১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছেন জেলার প্রায় সাড়ে ৬ হাজার মানুষ। এসব মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম শুরু করেছে প্রশাসন। এদিকে পানি বৃদ্ধির ফলে দেখা দিয়েছে নদী ভাঙন। ভাঙছে সড়ক, ফসলি জমি ও বসতভিটা।
গোয়ালন্দ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার পদ্মার পানি বৃদ্ধি পেয়ে তা এখন বিপদসীমার ৫১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল, ডিক্রিরচর, চরমাধবদিয়া ও ঈশান গোপালপুর ইউনিয়নের ৫০টি গ্রামের প্রায় সাড়ে ৬ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এদিকে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডিক্রিরচর ইউনিয়নের দুটি গ্রামে ভাঙন দেখা দিয়েছে।
ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু জানান, ইউনিয়নে প্রায় ৫টি গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। গ্রামের প্রায় ৪ শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এসব পানিবন্দি মানুষের মাঝে এখনও কোন ত্রাণ সামগ্রী পৌঁছেনি।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা বলেন, পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। প্রশাসনের কাছে পর্যাপ্ত শুকনো খাবার, শিশু খাদ্য ও গবাদিপশুর খাদ্য মজুদ রয়েছে। বন্যা দুর্গতদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
মন্তব্য করুন