চট্টগ্রামে ময়লা ফেলাকে কেন্দ্র করে ঝগড়ার জেরে আব্দুল মালেক নামে সত্তরোর্ধ্ব এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।  রোববার রাত সোয়া ১১ টার দিকে নগরের লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মালেক মতিঝর্ণা এলাকার পাঁচ নম্বর কলোনির বাসিন্দা। এ ঘটনায় নিহতের ছেলে কামাল হোসেন বাদী হয়ে খুলশী থানায় ছয় জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

আসামিরা হলেন-মো. রিগান, তায়িবা বেগম, মো. আলা উদ্দিন, আনোয়ারা বেগম প্রকাশ আনু, জসিম উদ্দিন ও মো. আব্দুল। এ ঘটনায় আনোয়ারা বেগম আনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খুলশী থানার ওসি মো. শাহিনুজ্জামান বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মারামারিতে আবদুল মালেক নামে এক বৃদ্ধকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ছয় জনের নামে মামলা রেকর্ড করা হয়েছে।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) আফতাব হোসেন বলেন, মতিঝর্ণা এলাকায় আবদুল্লাহ ও মালেক পাশাপাশি বসবাস করেন। ময়লা ফেলা নিয়ে তাদের মধ্যে প্রথমে ঝগড়া হয়। একপর্যায়ে আবদুল্লাহ বৃদ্ধ মালেককে প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর বাঁশ দিয়ে মাথায় আঘাত করেন। আহত মালেককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বাদী কামাল হোসেন বলেন, আমার বাবাকে রাস্তায় ফেলে ইট দিয়ে থেতলিয়ে খুন করেছে আনুসহ আসামিরা। এদের মধ্যে আলা উদ্দিন ও জসিম মদ খেয়ে এ ঘটনা ঘটিয়েছে।