- সারাদেশ
- বায়েজিদ বোস্তামী মাজারের দুর্নীতি মামলায় দুই ব্যবসায়ীর জামিন
বায়েজিদ বোস্তামী মাজারের দুর্নীতি মামলায় দুই ব্যবসায়ীর জামিন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী বায়েজিদ বোস্তামীর মাজার এস্টেটের দোকান বরাদ্দের নামে আড়াই কোটি টাকা আত্মসাতের দুনীতি মামলার দুই আসামি জামিন পেয়েছেন।
সোমবার চট্টগ্রাম সিনিয়র স্পেশাল জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়া দুই আসামি হলেন- জে এম জি হোল্ডিং এস্টেট এন্ড ডেভেলপার কোম্পানির পরিচালক রফিকুল ইসলাম ও ব্যবসায়ী হারুনুর রশিদ।
দুদক পিপি অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ সমকালকে বলেন, ‘দুর্নীতি মামলার দুই আসামি জামিন আবেদন করেন। শুনানিতে দুদকের তিন জন পিপি কাজী ছানোয়ার হোসেন, মজিবুর রহমান ও আমি অংশ নেই। উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুই আসামির জামিন মঞ্জুর করেন।’
দুদক জানায়, নিয়ম না মেনে পছন্দের ইমারত নির্মাণকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছিল বায়েজিদ বোস্তামী দরগাহ শরীফের পরিচালনা কমিটি। প্রতিটি দোকান থেকে অগ্রিম ৫ লাখ টাকা করে ৫০ দোকান বরাদ্দের নামে ব্যবসায়ীদের কাছ থেকে আড়াই কোটি টাকা তুলে আত্মসাতের মামলা করা হয়।
অর্থ আত্মসাতের অভিযোগে মাজার পরিচালনা কমিটির সেক্রেটারি ও জে এম জি হোল্ডিং এস্টেট এন্ড ডেভেলপার কোম্পানির পরিচালকসহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
অভিযুক্তরা হলেন, মাজার কমিটির তৎকালীন সেক্রেটারি আনোয়ারুল ইসলাম চৌধুরী, ডেভেলপার কোম্পানীর বাণিজ্যিক অংশীদার রফিকুল ইসলাম, নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার ৭ নম্বর রোডের সেন্ট নমেরিন হাউজের ১৪৫ নম্বর বাড়ির মৃত আব্দুল মালেকের পুত্র ইয়াজ্জেম হোসনে রোমেন এবং কোতোয়ালী থানার আন্দরকিল্লা পেপার প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় মো.পারেছ মিয়ার পুত্র হারুনুর রশিদ।
২০১৮ সালে দুদক প্রাথমিক তদন্ত শেষে চলতি বছরের ২৯ জুন মামলাটি দায়ের করে দুদক।
মন্তব্য করুন